সাওবান আহমেদ
বিশেষ প্রতিনিধি
কিছুক্ষণ আগেই বিক্রি হল সাকিবের এবারের বিশ্বকাপের সেই রেকর্ড-ব্রেকিং ব্যাট। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন করোনা দূর্যোগ মোকাবেলায় তিনি তার সে লাকি ব্যাট নিলামে তুলবেন এবং এর সব টাকাই যাবে সাকিবের চ্যারিটি ফান্ডে।অনলাইনে লাইভে আসার মাধ্যমে তিনি তার এ ব্যাট বিক্রি করেন। তার এই ব্যাট ক্রয়কারী ব্যাক্তির নাম রাজ। তিনি বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। নিলামের এক পর্যায়ে সাকিব বলেছিলেন দাম কম উঠলে তিনি নিজেই তা ক্রয় করবেন তবে ব্যাটটি শেষ পর্যায়ে ২০ লক্ষ টাকায় এক বাংলাদেশী প্রবাসী কিনে নেন। সাকিব জানিয়েছেন দেশের প্রয়োজনে তিনি তার আরো কিছু স্মারক নিলামে তুলতে পারেন।
কিছুদিনের মধ্যেই নিলামে উঠবে মুসফিকের কলম্বোতে ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট।
মোহাম্মদ আসরাফুলও তার ব্যাট দেশের জন্য নিলামে তুলতে আগ্রহী।