আব্দুল হাকিম গাজী, খুলনা জেলা প্রতিনিধি:
আজ ৯ই জানুয়ারি ২১,শনিবার ৯ম দফায় ১নং
ধামালিয়া ইউনিয়ন এ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।উক্ত শীতবস্ত্র বিতরণের উদ্বোধন ঘোষণা করেন পৃষ্টপোষক ও ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
সভাপতিত্ব করেন:আঃকরিম গাজী;আহবায়ক ১নং ধামালিয়া ইউনিয়ন শাখা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঃডাঃ বিএম দীন মোহাম্মদ খোকা;উপদেষ্টা, ডুমুরিয়া ফাউন্ডেশন।
জনাব রেজোয়ান মোল্লা, চেয়ারম্যান, ধামালিয়া ইউনিয়ন।
মাষ্টার শহিদুল ইসলাম,
আব্দুস সালাম গাজী।
সার্বিক দিকনির্দেশনায়ঃ সবুজ মাহমুদ( সবুর) ;সাংগঠনিক সম্পাদক।
সার্বিক সহযোগীতায়ঃএম,এম বিল্লাল আহমেদ, সহ-সভাপতি ;মোস্তাফিজুর রহমান মিঠু, যুগ্ন -সাঃসম্পাদক ;নৃপেন্দ্রনাথ মন্ডল ;ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক, শওকত হোসেন,ক্রীড়া সম্পাদক ;জাহাঙ্গীর আলম মুকুল, সহ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক ; আব্দুল হাকীম গাজী ও নুরুল ইসলাম নিরব,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ;শেখ রাসেল ও আনোয়ার হোসেন,সহ-সম্পাদক ;সদস্য :এস,এম গোলাম সরোয়ার;ডাঃইসহাক আলী বিশ্বাস ;প্রভাষক গাজী ইউনুস আলী,মাহফুজুর রহমান তুফান।
স্বেচ্ছাসেবী সদস্য ঃ ইয়াছিন মোল্লা, রাব্বানী বিশ্বাস, বিশ্বজিৎ , মো:মুন্না হালদার,মো:আলিমুল ইসলাম,মোঃসাইফুল ইসলাম সহ প্রমুখ।