কালিহাতী টাঙ্গাইল প্রতিনিধিঃ
কালিহাতী উপজেলায় এলেঙ্গা সাহিত্য সংসদের উদ্যোগে আব্দুল বাছেত তালুকদার ও মনসুরুল হক স্বপন এর অকাল প্রয়াণে আজ বেলা ৪ ঘটিকার সময় উপজেলার এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজ মিলনায়তন কক্ষে শোক সভা পালন করেছে এলেঙ্গা সাহিত্য সংসদ ।
এলেঙ্গা সাহিত্য সংসদের সভাপতি কাশীনাথ মজুমদার পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ লীগের সভাপতি বাংড়া ইউপি চেয়ারম্যান জনাব মো হাসমত আলী নেতা, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সভায় সকল বক্তাগণ আব্দুল বাছেত তালুকদার ও মনসুরুল হক স্বপনের জীবনী নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য উপস্থাপন করে মহান করুণাময় আল্লাহ তায়ালার নিকট তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।