মুহাম্মদ শাহিন আলম কেরানীগঞ্জ প্রতিনিধিঃ
কেরানীগঞ্জে লকডাউন মানছে না ৩ টি ইউনিয়ন এর মানুষ। এর মধ্যে আছে আগানগর, জিনজিরা, ও শুভাড্যা, তাদের কথা হলো সব কিছু বন্ধ থাকলে তারা কিভাবে তাদের পরিবার চালাবে,তাদের কি করে দিন চলবে,তারা আগানগর ইউনিয়ন আবস্থিত বুড়িগঙ্গা নদী তীরে নানা ধরনের বাজার মিলিয়েছে যেখানে দৈনিক জর হয় শত শত মানুষ
আগানগর ইউনিয়ন এর ইস্পাহানি এলাকায় করোনা রোগি পাওয়া গেছে মোট ২ জন মারা এর মধ্যে মারা গেছে ১ জন যার বয়স ৫০ বছরের উপরে জানা গেছে, এ কথা যেনেও তারা দৈনিক ভির করছে ইস্পাহানিতে।
গতকাল স্থানীয় ছাএলীগ এর নেতা কর্মীরা ভীর কমাতে এলাকার মানুষ সাবধান করে, এবং তাদের সাথে ছিলেন ইস্পাহানি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক,
স্থানীয় নেতা কর্মীরা জানান আগামী কাল থেকে কাওকে বাজার বসাতে দেখা গেলে কঠিন ব্যাবস্থা নেওয়া হবে তাদের প্রতি।
এছাড়া কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব শাহীন আহমেদ বলেন সকাল ৬ থেকে ১১ টা পর্যন্ত সকল দোকান পাট খোলা থাকবে ১১ টার পর কোনো দোকান পাট খোলা থাকলে মোবাইল কোড এর মাধ্যমে তার ব্যাবস্থা নেওয়া হবে। আরো বলেন র্ফামেসীর দোকান ২৪ ঘন্টা খোলা থাকবে তাদের কোনো ধরনের সমস্যা হবে না। এবং সামাজিক দুরুক্ত বজায় রেখে কাজ করতে বলেন।