কালের কল্লোল ডেস্কঃ
★★ কাশ্মীর সীমান্তে সেনা বাড়িয়েছে পাকিস্তান।
পাকিস্তান বলেছে – ভারতের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করছে পাকিস্তান তাই সেনা সমাবেশ করা হয়েছে ।
★★ লাদাখের গালওয়ানে এক নির্মাণাদীন ব্রিজ ভেঙে খরস্রোতা নদীতে পড়ে ২ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়েছে।
★★ গতকাল শনিবার রাশিয়ার তু-১৪২ নামের চারটি যুদ্ধবিমান আলাস্কার আলিউশিয়ান দ্বীপপুঞ্জের ৬৫ নটিক্যাল মাইলের ভেতরে প্রবেশ করে। সেগুলো আট ঘণ্টা ধরে আলাস্কান এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) ‘ঘোরাফেরা’ করছিল এমতাবস্থায় মার্কিন বিমান ধাওয়া করলে পালিয়ে যায় রাশিয়ার বিমান গুলো।
★★ ইতোমধ্যে চীনা সেনারা ১৮ কিলোমিটার ভেতরে ঢুকে এসেছে। আর ২৫ কিলোমিটার এগোলেই ডিবিও সড়কের কাছে থাকা গুরুত্বপূর্ণ এয়ারস্ট্রিপ দখল করে নেবে তারা – দাবি ভারতীয় কংগ্রেসের।
★★ সিরিয়ায় বিমান হামলায় ইরানপন্থী ৬ যোদ্ধা নিহত হয়েছে। সম্ভবত ইহুদীবাদী ইজরায়েল এই হামলা করেছে।
★★ গতকাল শনিবার সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জুয়েল মিয়া (২৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
★★ রাখাইনে আবারও সেনা অভিযান শুরু করেছে মিয়ানমার ।
★★ গালওয়ানে ১৬ টি সেনা ক্যাম্প বসিয়েছে চীন।
★★ করাচি বন্দরে রাখা হয়েছে চীনের ০৯৩-শ্যাং নিউক্লিয়ার সাবমেরিন। এছাড়াও লাহোরে জে-১১ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।