রিয়াজুল মোর্সেদ মোয়াজঃ
নেপালের পর বাংলাদেশ। ভারতের সঙ্গে লড়াইয়ে পড়শিদের পাশে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন। বাংলাদেশ থেকে রফতানিকৃত ৯৭ শতাংশ পণ্যকেই শুল্কমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বেজিং। মৎস ও চামড়া জাত দ্রব্য রয়েছে এর মধ্যে। শি জিনপিং সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা। সূত্রের খবর, বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত হওয়ায় চিন-বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছল।
কিন্তু তাকে কু-দৃষ্ঠিতে দেখছে ভারতীয় চ্যানেল। ভারতের জনপ্রিয় নিউজ পোর্টাল ‘ZEE ২৪ ঘন্টা’ তাদের হেডলাইন করেছে”ভারতকে চাপে ফেলতে বাংলাদেশকে খয়রাতি চিনের”। দায়িত্বশীল চ্যানেল থেকে এমন মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা।
উল্লেখযোগ্য যে লাদাখ সিমান্ত নিয়ে চলছে চিন, নেপালের সাথে ভারতের স্নায়ু লড়াই। তার মধ্যে ভারত চিনের মধ্যে হাতাহাতিতে মারা গেছে ২০ ভারতীয় ও ৫ চিনা সেনা। স্বাভাবিকভাবেই প্রতিবেশী পাকিস্তানের সাথেও সম্পর্ক ভাল না ভারতের। সেই মূহুর্তে একমাত্র প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হল বাংলাদেশ।