ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি মহোদয় এক আবেগময় পোস্ট করেছেন তার ফেইসবুক ওয়ালে।
সম্পূর্ণ পোস্টটি নিচে তুলে ধরা হলঃ-
আমি তখন এইচএসসি পাস করে ঢাকা কলেজের ছাত্র। নেত্রীর পদত্যাগপত্রের খবর শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নম্বরে যাই।
তখন ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। ৫ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ ৮৭টি আসনে জয় পেলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তৎকালিন আওয়ামীলীগের সভানেত্রীর পদ থেকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা পদত্যাগ করলেন। তখন নাসিম ভাই নেত্রীর পদত্যাগপত্র প্রত্যাহার না করা পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে অনশন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা সকল ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত হই।
তিনি (নাসিম ভাই) তখন কান্নাকাটি করেছিলেন এবং আমরাও কান্নাকাটি করেছিলাম। অবশেষে ১ মার্চ নেত্রী পদত্যাগ পত্র প্রত্যাহার করার পর নাসিম ভাই অনশন ভঙ্গ করেন।
আজ এই মহামারির সময় এমন একজন ত্যাগী নেতাকে জাতি হারালো যা কখনও পূরণ হবার নয়। আমি তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।
পরপারে ভাল থাকবেন প্রিয় নাসিম ভাই