করোনায় অস্থির সারাবিশ্ব। যে যার অবস্থান থেকে সাবধানতা মানার জন্য আবেদন নিবেদন করে আসছে।সেই যায়গায় থেমে নেই ফিল্ম ডিরেক্টররা।কোয়ারেন্টাইনে থেকেই করছে বিভিন্ন সচেতন মূলক নাটক, শর্টফিল্ম।কিন্তু সব কিছু শহর কেন্দ্রীক হওয়ায় গ্রামের পরিবেশ ভিন্ন মানুষ অসচেতন। এই করোনার করুন অবস্থায় তুলে ধরেছেন নতুন প্রজন্মের এক সদস্য।কোন রকম পূর্ব অভিজ্ঞতাহীন সচেতনতার তাগিদে করে দেখিয়েছেন ৬ মিনিটের এক শর্ট ফিল্ম।বলছি সবুজ দাশের কথা। যিনি নিজেই ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার ও ক্যামেরা ম্যান।
তিনি বলেন কে কি বলবে সেটা মূখ্য নয়।এখন আমাদের সময় কিছু করার। কেউ সফল হবে আবার কেও হবে না।তাই নেগেটিভ চিন্তা করে বসে থেকে লাভ কি???
“গ্রামীন লকডাউন” গল্পটি শহর থেকে আসা এক ব্যক্তির হোমকোয়ারেন্টনে থাকা এবং এই সময়ে কি কি নির্দেশনা মানতে হবে তা সম্পর্কে তুলে ধরা হয়েছে। কেউ শহর থেকে আসলে বা করোনা আক্রান্ত হলে তার সাথে প্রতিবেশী ও জনগনের আচার আচরণ সমূহ তুলে ধরা হয়েছে। গ্রামে মানুষ কিভাবে জীবনযাপন করে, কিভাবে সময় কাটায় তারই ধারনা পাওয়া যাবে এই শর্ট ফিল্মে।এই অলস সময়ে গ্রামে বসেই যেসব ঘটনা অনুভব করছে তারই ভাবনা নিয়ে এই শর্টফিল্ম।
এতে অভিনয় করেছেন মাসুদ, উত্তম, সাকিব, সজীব, রেভা, রেখা আরো অন্যান্য
আর সর্বশেষে সকলের জন্য একটা বার্তা দেওয়া হয়েছে। যা করোনা কালীন সকলেরই পালন করা উচিত।
গত ১০ তারিখ ‘Rainbow Screen’ ইউটিউব চ্যানেলে শর্টফিল্মটি প্রকাশ করা হয়।
শর্টফিল্মটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করেন-