মোঃ শরীফ হোসাইন উপজেলা প্রতিনিধি (ভুয়াপুর) টাংগাইলঃ
পরিবহন সংগঠনের নামে উঠানো চাঁদা ও পুলিশি টহলের নামে চাঁদাবাজি অভিযোগ ওঠায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দিয়েছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ।বৃহস্পতিবার (১১ জুন) সকালে মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে পণ্য ও যাত্রীবাহী পরিবহনের চালকদের সাথে কথা বলে মহাসড়কে চাঁদাবাজি বন্ধের ঘোষণা দেন মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন।এ সময় তিনি বলেন, টাঙ্গাইলে পরিবহন সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠায় মহাসড়ককে চাঁদাবাজি মুক্ত ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্বাভাবিক যান চলাচল বন্ধ থাকার পর সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এ মাসে মহাসড়কে গণপরিবহন চালু হয়েছে। পরিবহন খাতে চাঁদবাজি বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে সরকার। এতে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বিতভাবে অভিযান চালাবে। তিনি আরো বলেন, কোনো ব্যক্তি, পরিবহন সংগঠন, সমিতি, সংস্থা বা পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।